অবতক খবর,২৪ মে: কল্যাণী পৌরসভার কাউন্সিলর নিবেদিতা বসুর ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তিনি বুঝতে পারছেন না যে কে বা কারা এই কাজ করছে। কারণ প্রতিবারই নতুন নতুন হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ছবি আসছে। শুধু তাই নয়, তাঁর ছবি অশ্লীলভাবে এডিট করে তাঁকে পাঠানো হচ্ছে। গতকাল রাত ১১টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত তাঁর ফোন অনবরত বেজেই গেছে। এর আগেও তাঁর কাছে ইডি’র সমন এসেছিল। যা তিনি ভুয়ো বলে দাবি করেছিলেন। এরপর এই ঘটনা।

ট্রু কলার অ্যাপসে গিয়ে ওই নম্বরগুলি যাচাই করলে দেখা যাচ্ছে সব নম্বরই বাইরের দেশের।

এই ঘটনায় তিনি অত্যন্ত আতঙ্কিত। আজ তিনি কল্যাণী থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান,’এই ঘটনার পেছনে রয়েছে বিজেপির হাত।’ আজ তাঁর সাথে কল্যাণী থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন টিংকু মুখার্জী সহ অন্যান্য সহকর্মীরা।

অন্যদিকে অরুপ মুখার্জী(টিঙ্কু) জানান,’আমি বুঝতে পেরেছি এটা কাদের কাজ। তাদের আমরা ওয়ার্নিং দিচ্ছি যে,আমার সৌজন্যকে দুর্বলতা ভেবে বসবেন না।’