অবতক খবর,১৪ এপ্রিলঃ দীর্ঘ প্রায় দুই শতাধিক বছরের পুরনো পূর্ববঙ্গের কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা ঈশ্বর রামধন শর্মার দ্বারা আনুমানিক ১৮৩০ সালে প্রতিষ্ঠিত চড়ক পূজা উপলক্ষে বেল কাঠ দিয়ে প্রস্তুত পাট পুজোর জন্য তৈরি হয়। সেই পাঠ পুজোএখন নৈহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কেশবপল্লী মিলন সংঘের চড়ক পূজার মন্দির স্থাপিত হয়ে মহা ধুম ধামের শহীত নীল ঠাকুরের পুজোর পাশাপাশি চড়ক পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। উক্ত চরক পুজো উপলক্ষে বেলকাঠ দিয়ে তৈরি পাট টি বর্তমানে স্বর্গীয় কেদারনাথ শর্মার ছেলে নবকুমার শর্মা পুজোর দেখভাল করে আসছেন।

বর্তমানে এই পাটটি আনুমানিক দেড় লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ রুপোর পাত দিয়ে মোড়া হয়েছে। এই কাজ করতে প্রায় দিন ১৫ টাইম লেগেছে। কথিত আছে এই মন্দিরে মানত করলে সফল হয় বলে জানালেন বর্তমান সেবাইত নবকুমার শর্মা।