অবতক খবর,১৯ মে: আজ কাঁচরাপাড়া শহীদ নগর অঞ্চলের অন্তর্গত জোড়াপুকুর অঞ্চল বলে যেটি সুপরিচিত, সেই অঞ্চলের নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা করোনায় বিপর্যস্ত আর্ত মানুষের পাশে দাঁড়াল। এই কঠিন সময়ে এই সোসাইটি একটি রূপরেখা রচনা করে। বিশেষ করে মহিলা সদস্যরা নারী শক্তির পরিচয় দিয়ে যে সমস্ত মানুষদের ত্রাণ দেওয়া প্রয়োজন তাদের একটি তালিকা তৈরি করেন। ‌প্রায় ২০০ মানুষের তালিকা তারা তৈরি করেন। সেই অনুযায়ী এই মানুষদের হাতে তারা ত্রাণ সামগ্রী, বিশেষ করে খাদ্য সামগ্রী তুলে দেন।

এই কাজে উল্লেখযোগ্যভাবে নেতৃত্ব দেন পীযূষ তালুকদার, লক্ষণ বীট এবং অন্যান্য কর্মীরা। পীযূষ তালুকদার বলেন,’আমাকে মূল দায়িত্ব দিলেও, সোসাইটির সদস্যরা যদি ব্যাপকভাবে সহযোগিতা না করতেন তাহলে এই বিশাল কাজটি সুসম্পন্ন করা সম্ভব হত না। অঞ্চলের মহিলারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা একটা উল্লেখযোগ্য দিক। ১৯ মে ত ছিল মাতৃভাষা দিবস। এই দিনটিকে সামনে রেখে নারী শক্তিকে সম্মান দিয়ে আমরা এই ত্রাণের কাজটি করেছি এবং আমরা পরবর্তীতে আর কী কর্মসূচি নেওয়া যায় তার জন্য নিজেদের মধ্যে আলোচনা করছি। যাতে ত্রাণের কাজটি দীর্ঘদিন চালিয়ে যাওয়া যায়।’