বিশ লক্ষ কোটি টাকার প্যাকেজ কোন দিকে যায়!
কারা পায়? কি হবে দেশের! আমরা কি সত্যিই নিরুপায়?
বাঁচার নেই কোনো উপায়?

আদরের বড়বোন
তমাল সাহা

সে আমার আদরের বড়বোন।
আমার মা বাবাও তেমন
তাদের তো ধর্মীয় মন,
ভেবে অনেক মিলিয়ে তবে নামকরণ– সীতারমন।

এখন তো গেরুয়া রাজ
দিদির আমার বিশাল কাজ।
তার উপর আবার লকডাউন।
দিদি বলে, লুক অলওয়েজ আপ
নীচের দিকে যায় কি তাকানো!
মাটি যে উত্তপ্ত আগুন।

এই তো দিলাম
দশ লক্ষ কোটির প্যাকেজ।
তাই নাকি!
খুলে দেখি পুরো রেকেজ!
এ তো অনুদান নয়, লোন।
শোধ দিতে যাবে যাবজ্জীবন।

দিদি!
মজুরদের এতো শ্রম!
ওদের কত দিলি?
ধুর! ওরা মানুষ নাকি
ওদের তো হাড়মাস গিলি।

দিদি! দিদি!
ওদের কিছু দে অনুদান,
না হয় যেন কোনো ধার।
দে না! দে না!
টাকাটা কি তোর বাবার?

বলছি বারবার
আমায় করবি না
একদম উত্তেজিত।
জানিস কি তুই
আমার মাথায় কি চিন্তা
অবিরত?

এক কান দুকান করোনা,
বলি চুপিচুপি—
দিদি আমার কিন্তু অর্থমন্ত্রী!
ওরা দেশ বিক্রির ষড়যন্ত্রী।