অবতক খবর,৩০ জুনঃ শুক্রবার বিকেলে অশোকনগর বিধানসভার বেরাবেরি পঞ্চায়েত এলাকায় প্রার্থীদের হয়ে প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন পঞ্চায়েত ভোট মানে এলাকার উন্নয়নের ভোট, বাড়ির সামনের উন্নয়নের ভোট, নিজের বুথ এলাকার উন্নয়নের ভোট। আর এই উন্নয়নের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে দেওয়া সম্ভব নয় এটা মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এরপরেই বিধায়ক বলেন সিপিএম কে আর মানুষ নিতে চাইছে না ৩৪ বছর ক্ষমতায় থাকার পর লাস্ট বারো বছর ধরে ক্ষমতায় নেই।

কটাক্ষ করে বলেন সিপিএম অনেক জায়গায় প্রার্থী দিতে পারেননি ভেতরে ভেতরে কোথাও বিজেপির সঙ্গে কোথাও আইএসএফের সঙ্গে কোথাও আম – আমরা – খাম – ভামের এর সাথে জোট করেছে। উদাহরণ দিয়ে তিনি বলেন রিজার্ভ ব্যাংক চার আনা আট আনা কিন্তু ব্যান্ড করেনি কিন্তু মানুষ ব্যান্ড করেছে,দেখবেন ভিখারিকে দিলে ছুড়ে ফেলে দেয়।তেমনি নির্বাচন কমিশন সিপিএমকে ব্যান্ড না করলেও মানুষ সিপিএমকে ব্যান্ড করেছে।