অবতক খবর: নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আর্জশিট জমা দিয়েছে। ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। মোট ৭৬০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্র ও তার দুটি কোম্পানির নাম রয়েছে। ১২৬ পাতা জুড়ে ব্যাখ্যা করা হয়েছে গোটা দুর্নীতির। রয়েছে প্রায় ২২ জন সাক্ষীর নাম।

চার্জশিটে ইডি দাবি করেছে, ২০ কোটি টাকা লেনদেন হয়েছে। ধৃত মানিক ভট্টাচার্য ও কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল বলেও উল্লেখ রয়েছে চার্জশিটে।

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন আগেই উঠে এসেছিল কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তারপর একাধিকবার তাঁকে জিঞ্জাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয় তাঁকে। জেল হেফাজতে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। একাধিকবার জামিনের আর্জি করলেও জামিন মেলেনি।