অবতক খবর,২৮ জুলাইঃ সমস্যা দূর করতে মন্ত্র ঝাড়ফুঁক করে টাকা-সোনার গহনা হাতিয়ে নেবার অভিযোগ ধৃত নদীয়ার এক মহিলা। জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজী পল্লির ঘটনা। জানা গিয়েছে, গোলঘর নেতাজী পল্লির বাসিন্দা ঝর্ণা মন্ডলের বাড়িতে হানা দেয় এক মহিলা। ঝুঁড়িতে সাপ নিয়ে নিজেকে বেদিনি দাবি করে ঝর্ণা দেবীর সম্পত্তি দ্বিগুন করার প্রলোভন দেয় ওই মহিলা। ধৃতের দাবি, মন্ত্র পরলে সোনার অলংকার ও টাকা-পয়সা বাড়বে। এই প্রলোভনে পা দিয়ে ঝর্ণা দেবী আলমারি থেকে নগদ ১৫ হাজার টাকা-সহ সোনার চেন কানের দুল-সহ কিছু গহনা বের করেন। ওই মহিলা ফুঁ দিয়ে টাকা ও গহনা ওড়নায় জড়িয়ে ফের আলমারিতে রাখতে বলেন। এরপর ঝর্ণা দেবী চা বানাতে অন্য ঘরে যান। ওই মহিলা চলে যাবার কয়েকঘন্টা বাদে ঝর্ণা দেবী আলমারি খুললে তাঁর মাথায় হাত পড়ে যায়। তিনি আলমারি খুলে দেখেন টাকার বদলে কাগজপত্র এবং সোনার ঘনার বদলে ইমিটেশনের গহনা পড়ে রয়েছে। ওইদিন রাতেই ঝর্ণা দেবী জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নদীয়ার চাকদহ থানার পাঁচপোতা থেকে হাজরা বিবি শেখ নামে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে।