নভেম্বরের গান
তমাল সাহা

হেমন্তের রাতে হিম ঝরে
অন্ধকারে ফুটে ওঠে তারা।
নিচে দুর্মর বুটের কুচকাওয়াজ–
লেফট রাইট পদধ্বনি শুনি
দুর্বার গতিতে হেঁটে যায় কারা!

দূর থেকে ভেসে আসে বিজয় সঙ্গীত
হাওয়ায় হাওয়ায়
মানুষের মুখ নতুন ভাষা পায়।

এপারে তখন মাঠের বুক থেকে
উঠে আসে মাটির আশ্চর্য ঘ্রাণ
হেমন্তের গান গায় নবান্নের ধান।

ওরা কারা উপকূল জুড়ে পরস্পর কথা বলে
কারখানায় হাতুড়ির শব্দ তোলে
চালায় মেশিন।
ওরা মুখোমুখি দাঁড়িয়ে বলে এখানে হেমন্তকাল
ওখানে নভেম্বর বিপ্লবের দিন।

এই বিপ্লবের কথা ছড়াক, ছড়িয়ে যাক বহুদূর…
আমরাও একটি বিপ্লবের জন্য প্রস্তুত হই কৃষক-মজুর!