অবতক খবর,৫ জুন,নববারাকপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় সর্বত্র পুরসভা গুলিতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। রবিবার সকালে নববারাকপুর পুরসভার উদ্যোগে ও পুরসভা প্রাঙ্গণে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। শুরুতে নববারাকপুরে স্রষ্টা রূপকার হরিপদ বিশ্বাসের আবক্ষ মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্বার্ঘ জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরদলনেতা ডাঃ পংকজ কুমার অধিকারী, পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পুরসভার কর্মীরা।শহর সবুজায়নে পুরসভার নির্মল সাথী বন্ধু সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পুরকর্মীদের একটি করে বিভিন্ন ফলের গাছ তুলে দেওয়া হয় এদিন।

পুরপ্রধান প্রবীর সাহা বলেন শহর সবুজায়ন ও দূষন মুক্ত সুন্দর শহর গড়ে তুলতে প্লাস্টিক ও থার্মোকল বর্জন নিয়ে সচেতনতার বার্তা এবং বিভিন্ন ফলের গাছ বিলি করা হয় এদিন।নববারাকপুর পুরসভা শপথ নিয়েছে শহর কে প্লাস্টিক মুক্ত শহর গড়ার ।সেই মোতাবেক বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, শিক্ষক শিক্ষিকা ও সহশিক্ষক রা এগিয়ে এসে সচেতনতা অভিযান সামিল হয়েছেন।এদিন পুরসভার ৪নং ওয়ার্ডে দুর্গাপুজা সমন্বয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ উৎসবে একটি জামরুল ফলের গাছ রোপন করেন পুরপ্রধান প্রবীর সাহা।