অবতক খবর,২৫ জুলাই:নবনির্মিত বাড়ির নির্মান কাজ চলাকালীন সেফটি ট্যাঙ্কারে আটকে বিপত্তি, অসুস্থ হয়ে পড়ে দুই শ্রমিক। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা এসে ওই দুই শ্রমিককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে ।রবিবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে নবনির্মিত বাড়ির কাজ চলছিল। বাড়ির সেফটি ট্যাঙ্কির ভিতরে সাটারিং খুলতে নামলে আনোয়ারুল ইসলাম নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পরে। তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংঙ্কির ভিতরে শের মহম্মদ নামে আরেক শ্রমিক গেলে তিনিও অসুস্থ হয়ে পরেন। একজনকে কোনরকম উদ্ধার করতে পারলেও আরেক শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল বাহিনীর প্রচেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। অসুস্থ অবস্থায় শ্রমিককে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা। বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই দুই শ্রমিক।