অবতক খবর,২৫ জুলাই:আগুন নেভানোর কাজে জখম ২ দমকল কর্মী সহ ৭। কিছুদিন আগের নিউ কোয়লা ঘাট বিল্ডিং থেকে গতকালের কেষ্টপুর, বারবার আগুন নেভানোর কাজে গিয়ে জখম হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন দমকল কর্মীরা৷ সঠিক সময় দমকল পোঁছতে না পারার কারণে ছড়িয়ে পড়ে আগুন। দমকল মন্ত্রীও সেই কথা বকলমে স্বীকার করতে বাধ্য হয়েছেন। তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন জোগাড় করতে গিয়েই বিলম্ব। বাস্তবে রাজ্যের এই জরুরী বিভাগে পর্যাপ্ত কর্মী, দমকল ইঞ্জিনের অভাব ও নামমাত্র প্রশিক্ষণই দমকল কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। এতে আগুন ছড়িয়ে যেমন ভয়াবহ আকার ধারণ করার ভয় থাকছে, তেমনই থাকছে বহু মানুষের প্রাণহানির সংশয়ও।

জখম দমকল কর্মী সহ বাকিদের চিকিৎসার দায়িত্ব সহ আর্থিক ক্ষতিপূরণের দায়িত্ব সরকারকেই নিতে হবে। দমকলে অস্থায়ী কর্মীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে স্বচ্ছতার সাথে স্থায়ী পদে নিয়োগ করতে হবে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চাই
এবং অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে।