অবতক খবর,২৫শে সেপ্টেম্বর২২,নবদ্বীপঃ আকাশে বাতাসে দেবী দুর্গার আবাহনী বার্তা ছড়িয়ে পড়তেই

মহালয়ার পুণ্য প্রভাতের রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার পক্ষ থেকে এদিন নবদ্বীপ বাবলারি, নবদ্বীপ পৌরসভার তমালতলা রোড ও রামকৃষ্ণ মিশন প্রাঙ্গন‌ থেকে এদিন শারদীয়া উৎসবে সমাজের আর পাঁচটা স্বচ্ছল মানুষের

সাথে আনন্দ কে উপভোগ করতে নবদ্বীপের প্রায় ১২০০ জন দুস্থ মানুষের হাতে নববস্ত্র প্রদান করা হয়।

এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ ,নবদ্বীপ শাখার সহ সভাপতি সব্যসাচী মন্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জানা যায়, ২৫শে সেপ্টেম্বর ২০২২ নবদ্বীপের তমালতলা, বাবলারী গ্রামীন এলাকা ও নবদ্বীপ রামকৃষ্ণ মিশন কার্যালয় থেকে এই কর্মসূচি পালন করা হয়।

এবিষয়ে মিশনের সহ সভাপতি সব্যসাচী মন্ডল বলেন , প্রতিবছর‌ দূর্গা পূজার আগে রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে এই কর্মসূচি পালন করা হয়।এছাড়াও বিভিন্ন সময়ে মিশন এর পক্ষ থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে।