অবতক খবর : নন্দীগ্রাম :    রাজনৈতিক হিংসায় নন্দীগ্রামে মৃত্যু হল তৃণমূল কর্মীর। গত ২৭শে মার্চ নন্দীগ্রামে বিজেপি- তৃণমূল সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল কর্মী রবিন মান্না। এরপর তাকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গেছে মৃত ওই তৃণমূল কর্মীর বাড়ি নন্দীগ্রামের বয়াল- ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বলরামপুর গ্রামে। নন্দীগ্রামের ভোটের আগে গত ২৭শে মার্চ বিজেপির দুষ্কৃতীদের হাতে রবীন মান্না গুরুতরভাবে আক্রান্ত হন বলে অভিযোগ। এরপরই আজ ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়।

গত ৩০তারিখ ওই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখাও করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কর্মীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়েছে। কলকাতা থেকে দেহ নিয়ে এসে নন্দীগ্রাম থানা ঘেরাও করে আজ বিকেলে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের কর্মী সর্মথকরা