অবতক খবর, নদীয়া :       নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১৯ বছর বয়সী এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের অন্তর্গত বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের বাগদেবী তলা গুপীয়ার বিলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর তিনটে নাগাদ ১৯ বছর বয়সী বিশ্বজিৎ বিশ্বাস স্নান করতে যাই ওই বিলে, বিগত কয়েক দিন একনাগাড়ে বর্ষা হাওয়াই নদীর জলের স্রোত অনেকটাই বেড়ে যায়। যার কারণে স্রোতে নিয়ন্ত্রণ হারাই ওই যুবক, ঘটনাস্থল থেকে অনেকেই চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনকে খবর দিলে তারা ছুটে আসে ঘটনাস্থলে, অনেক খোঁজাখুঁজির পর বেশ খানিকটা দূরে গিয়ে পাওয়া যায় যুবক বিশ্বজিৎ বিশ্বাস কে। তড়িঘড়ি বাগআঁচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

আজ সকালে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ও ময়না তদন্তের জন্য পাঠানো হয়।