অবতক খবর,১৩ মার্চ,নদিয়া:- ফাগুনের হাওয়ায় আগুন লেগেছে বসন্তের ছোঁয়া।প্রকৃতিও জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের বসন্ত প্রেমী অনুরাগীরা তৈরী।আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকী।আর ঠিক তার আগে নদিয়ার পায়রাডাঙ্গার নৃত্যালয় ও রক স্টার এবং গোল্ডেন মিউজিক্যাল গ্রুপের উদ্যোগে এক শোভাজাত্রা প্রদক্ষিন করে পায়রাডাঙ্গা শহরের রাজপথে।গত দুবছর করোনা আবহের জন্য উদ্যোগতারা এই উৎসব কে স্বাগত জানাতে পথে শোভাজাত্রা বেড় করতে পারেনি।

এবছর করোনা অতিমারীকে দূরে সরিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে ছোট ছোট শিশুদের নিয়ে ট্যবলো সহযোগে এক শোভাযাত্রা বের হয়।আবীরের রংঙে আর রাস্তার মোড়ে মোড়ে নৃত্যের তালে বসন্তকে স্বাগত জানালেন আট থেকে আশি সকলেই।

এদিন পায়রাডাংগার মিতালী সংঘ ক্লাব ময়দান থেকে পায়রাডাংগার রাজপথে পথচলতি সকল মানুষকে বসন্ত এবং দোল উৎসবকে স্বাগত জানালেন তারা।এবিষয়ে উদ্যোগতাদের পক্ষ্য থেকে মাম্পি ভট্টাচার্য জানান, প্রতিবছর আমরা এই উৎসব করে থাকি।কিন্তু করোনার জন্য আটকে ছিল।এখন আমরা উৎসবে মেতে উঠেছি।