অবতক খবর ::অনুপ কুমার মন্ডল- নদীয়া::  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ চাকদাহ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বকনা বাছুর প্রদান করা হলো।  চাকদাহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ সরকার বলেন। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রকল্প বকনা গরু প্রদান,সেইমতো আমরা আজ আনুষ্ঠানিক ভাবে দুজনকে বকনা গরু দিয়েছি । একটা চান্দুড়িয়া ১,অন্যটি দেওয়া হয় নওদা দুর্গাপুর পঞ্চায়েত অধীনে থাকা দারিদ্রসীমা থাকা ব্যক্তিকে।

অন্যদিকে চাকদাহ পঞ্চায়েত সমিতি প্রাণিসম্পদ দপ্তরের কর্মদক্ষ জাকির হোসেন মণ্ডল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই প্রকল্পটি খুব ভালো প্রকল্প যে পরিবার অপুষ্টিজনিত রোগে যারা আক্রান্ত এবং যারা বিপিএল তালিকা ভুক্ত তাদের বাড়িতে যদি একটা এই বকনা গরুর বাছুর দেওয়া হয় ।

তাহলে সেখানে প্রজনন হয় বা প্রতিপালন হয় তাহলে সে দুধ পাবে দুধ পেয়ে সেই পুষ্টিটার ঘাটতি মিটবে এবং গোবর থেকে ও ঘুঁটে হবে সেটি বিক্রি করে তার সংসার চালাতে পারবে । তবে এই দরিদ্রসীমার বিপিএল তালিকা ভুক্ত তাদের নামগুলি দেয় সিডিপিও অর্থাৎ অঙ্গনারী আধিকারিকরা। তাদেরকেই দেওয়া হয় যারা সত্যিই বেনিফিশিয়ারি। তাই এই প্রকল্পের ফলে বিপিএল ভক্ত এবং অপুষ্টিজনিত মানুষেরাও উপকৃত হয় এ প্রকল্পের দাঁড়ায়।