অবতক খবর,১ এপ্রিল: নদীয়ার কল্যানির সগুনা পঞ্চায়েত এলাকায় দুস্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত দুই যুবক।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং কল্যানী জেএনএম হসপিটালে নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে অন্য একজন গুরুতর জখম অবস্থায় কোলকাতায় স্হানান্তরিত করা হয়।
এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে।এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরে।

আক্রান্ত যুবকের নাম তুষার কির্তনিয়া,বান্টি মন্ডল । তাদের বাড়ি সগুনা রথতলা ও ১নং লিচুতলা। তবে এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে কি কারনে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।