অবতক খবর,২৭ ফেব্রুয়ারি: হালিশহর চৌমাথার রামধনু হেঁশেল সুপরিচিত। এই হেঁশেল শুরু হওয়ার পর দীর্ঘ দেড় বছর প্রতিদিন দুঃস্থ অসহায়রা এখানে একবেলা পেট ভরে খেয়েছেন। কিন্তু হঠাৎ এই হেঁশেল বন্ধ হয়ে যায়। ফলে একবেলা তারা যে খেতে পেতেন, সেটিও বন্ধ হয়ে যায়। কিন্তু লকডাউন পরবর্তীকালে ওই হেঁশেলে দুঃস্থদের খাওয়ানোর দায়িত্ব নেন স্থানীয় ব্যবসায়ীরা। এইভাবেই সব ঠিকঠাক চলছিল। কিন্তু আজ দেখা যায় জেসিবি দিয়ে রামধনু হেঁশেল ভাঙ্গা হচ্ছে।

এই দেখে আমাদের প্রতিনিধি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তারা জানান, প্রতিদিন সেখানে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ফলে ওই হেঁশেলে তাদের খাওয়ানো সম্ভব হচ্ছিল না। এদিকে আমফানে হেঁশেলের ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন ব্যবসায়ীদের উদ্যোগেই সেটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। যাতে আরও বেশি দুঃস্থ,অসহায় মানুষদের সেবা করা যায়। তারা আশা করছেন আগামী দু’মাসের মধ্যেই এই হেঁশেল আবার নতুন করে শুরু হবে। কিন্তু এই কয়েকমাস প্রতিদিন রামপ্রসাদ খেলার মাঠ সংলগ্ন অঞ্চলে দুঃস্থদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।