অবতক খবর,২৭ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আর তার পরের দিনই ট্যুইট করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভোট কুশলী ‘পিকে’।
শনিবার প্রশান্ত কিশোর তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন,‘গণতন্ত্র রক্ষার্থে ভারতের অন্যতম প্রধান লড়াই বাংলা থেকেই লড়া হবে এবং সেই লড়াইয়ের জন্য বার্তা সহ বাংলার মানুষ তৈরি। সময় মতো সঠিক তাসটি ফেলতে বদ্ধপরিকর তাঁরা।’ তিনি বলেন,’বাংলা নিজের মেয়েকেই চায়। ২রা মে আমার ট্যুইটের অপেক্ষা করবেন।’
প্রশান্ত কিশোর চ্যালেঞ্জের সুরে লেখেন, ২ মে ভোটগণনার দিন তাঁর কথা না মিললে জবাবদিহি করবেন তিনি।
তবে ২রা মে কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল।