অবতক খবর,২৭ আগস্ট: লোকপুর থানার অন্তর্গত অজয় দে নামক এক ব্যক্তি গত কুড়ি আগস্ট লোকপুর থানায় একটা কমপ্লেন করেন যে,লোকপুরে তার একটা সোনা ও রূপোর দোকান রয়েছে এবং এক ব্যক্তি গিয়ে সোনার দুটো বালা তাকে বিক্রি করে এবং তার কাছ থেকে ৮৫ হাজার টাকা নিয়ে চলে যায়।

যখন দোকানদার সোনাটাকে পরীক্ষা করে তখন সে জানতে পারে সেই সোনাটা নকল। এই অভিযোগের ভিত্তিতে লোকপুর থানার পুলিশ একটা মামলা স্টার্ট করে। এই মামলায় সুখেন কর্মকার ও রাজেশ শেখকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ এবং ধৃত দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দেন। ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।