অবতক খবর,৮ মে:লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভাঙ্গন ধরছে দলগুলিতে। কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে।

সেই চিত্রই দেখা গেল বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া অঞ্চলে। গতকাল কাঁচরাপাড়ায় বিজেপির এক পথসভা ছিল। সেখানে দেখা গেল একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপিতে ঘর ওয়াপসি করলেন।

এই কর্মীরাই জানালেন যে,তাদের মারধর করে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল ২১-এর পর। তৃণমূলে যাওয়ার পর তাদের সক্রিয়ভাবে কাজ করতেও দেখা যায়নি।

সামনে ভোট,এই সুযোগে এই সকল তৃণমূল কর্মীরা ফের বিজেপিতে চলে এলেন। দেখা গেল দুই মন্ডল সভাপতি অর্থাৎ হীরা মন্ডল এবং নরেন রায়ের উপস্থিতিতে তারা ঘরওয়াপসি করলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা ছোট কোন ঘটনা নয়। হয়তো আপাতভাবে দেখা যাচ্ছে যে কয়েকজন কর্মী মাত্র বিজেপিতে যোগদান করেছেন।

কিন্তু এটি যে তৃণমূলের ভাঙ্গন তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তৃণমূল তার পায়ের তলার মাটি হারাচ্ছে তা বলা যেতে পারে।

অন্যদিকে যারা যোগদান করছেন তারা বলছেন, আমরা মন থেকে তৃণমূলে যাইনি, জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা আমাদের ভয় দেখিয়েছিল। তাই আজ আমরা ঘরওয়াপসি করলাম এবং আগামী দিনে বিজেপির হয়ে লড়াই করব এবং ময়দানে থাকবো।