অবতক খবর,২৮ মার্চ,মলয় দে,নদীয়া:- অন্য আর পাঁচটা সাধারণ দিনের থেকে আজকের দিনটি বিশেষ কোনো পার্থক্য দেখা গেলোনা নদিয়া শান্তিপুরে। আঠারোটি শ্রমিক সংগঠন মিলে আজ 28 মার্চ এবং আগামীকাল 29 শে মার্চ যে 48 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো, তা সকালে চিত্র দেখে মনে হয়েছে কার্যত মুখ থুবরে পড়েছে এই বন্ধ।

পোস্ট অফিস দুই-একটি ব্যাংকের সামনে লাল পতাকা লাগানো থাকলেও বন্দে স্বপক্ষে সকাল দশটা পর্যন্ত কাউকেই দেখা মেলেনি‌ গোবিন্দপুর আনাজ এর পাইকারি বাজার বড়বাজার মাছের ভারত সবটাই ছিল স্বাভাবিক।

পৌরসভায় স্বাভাবিকভাবে সাফাই কর্মীদের ব্যস্ততা চোখে পড়ল ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানান, শ্রমিকদের স্বার্থে বিভিন্ন আন্দোলন আমরাও করে থাকি তবে সর্বনাশা বন্ধ কখনো পথ হতে পারে না। ট্রেন বাস ফেরিঘাট সবটাই ছিল স্বাভাবিক। টেকার স্ট্যান্ড এর পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ লকডাউনে খোঁজখবর নেয়নি কেউ। পরপর দুদিন বন্ধ কখনো শ্রমিকের স্বার্থ হতে পারে না। বিভিন্ন বাজার কমিটি সরাসরি বিরোধিতা করেছে এই বন্ধের।