অবতক খবর,২০ নভেম্বরঃ দীঘার কৈলাস বরের মা দুর্গা ট্রলারে ধরা পড়ল দৈত্যাকৃতি চিল শংকর মাছ। আজ সকালে দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে SSB কাঁটায় বিক্রির জন্য নিয়ে এলে বিশাল আকৃতির মাছটিকে দেখতে এবং ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়। দীঘায় আগত পর্যটকরা ও ভিড় করেন।

চিল শংকর মাছটি ৫০০ কিলো ওজনের, অনেক দরদামের পর নিলামে কুড়ি হাজার টাকা মূল্যে কলকাতার একটি কোম্পানি কিনে নেয়। এই মরশুমে এত বড় মাছ এই প্রথম উঠল দীঘা মোহনায় বলে ব্যবসায়ীরা জানান।