আন্তর্জাতিক পুরুষ দিবস লিখছে সবাই
আমার কলমে তখন উঠে আসে যোদ্ধা লক্ষ্মীবাঈ

আমার লক্ষ্মীবাঈ
তমাল সাহা

হেমন্তের অরণ্যে পাতা ঝরে ঝরুক
এটা তো নভেম্বর মাস
আমি কোণে কোণে খুঁজি ইতিহাস
আবার যুদ্ধের ঝড় উঠুক

কোনোদিন এই দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদ
ডেকে এনেছিল সর্বনাশ
দেশ স্বাধীন জাতীয় পতাকা উড্ডীন
তাও মুখোমুখি আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস

ঘরে ঘরে কত লক্ষ্মী নাম রাখে সবাই
ক’জন নারী খুঁজে পাই
ঘোড়সওয়ারি হাতে তরবারি পিঠে বেঁধে শিশু
মুক্তির জন্য সে কী দুর্ধর্ষ লড়াই!
যোদ্ধা সে নারী
তাকেই তো অবনত হয়ে প্রণাম করি‌

লক্ষ্মী হতে পারে অনেকেই
ক’জন হতে পারে ঝাঁসির রানি লক্ষীবাঈ!