অবতক খবর,২ মার্চঃ আর ঠেকানো যাবে না অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা।

বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে রাজধানী নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিল আসানসোলের সিবিআই আদালত। গত ২০২২-এর ১৯ ডিসেম্বর গোরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে দিল্লির আদালতে হাজিরা সংক্রান্ত ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি হয় । কিন্তু তারপরও কেন তাঁকে দিল্লি হাজির করানো হল না। সেই নিয়ে বুধবার প্রশ্ন তোলে রাউস অ্যাভিনিউ আদালত।

বিরোধীতা স্বত্বেও তাঁকে দিল্লী নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি নেই, তাহলে বাধা কোথায়? এই প্রশ্ন পেশের পরেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কেষ্ট দাকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে সক্রিয় হয় এনফোর্সমেন্ট ডিরেক্টটোরেট।

ইডির নির্দেশ পাওয়ার পরই সিবিআই আদালতে আবেদন করে আসানসোল সংশোধনাগার। আপাতত সেখানেই আছেন তিনি। সিবিআই বিশেষ আদালতের রায়ের পর ইডির অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনও বাধা রইল না। সূত্রের খবর, সব কিছু ঠিকঠিক থাকলে আগামী শুক্রবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

এদিকে পঞ্চায়েত ভোটের আগে কেষ্টর দিল্লি যাত্রার নির্দেশ গোরু পাচার মামলায় নয়া মোড় আনল বলেই মত বিশেষজ্ঞ মহলের।