অবতক খবর,২ মার্চঃ মাধ্যমিক গণিত পরীক্ষা প্রশ্ন পত্র ভীষণ খারাপ হওয়ায় পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে রাস্তায় স্কুলের সামনে ক্ষোভ উগরে দিলেন পড়ুয়া থেকে অভিভাবক রাও। রাস্তায় অচৈতন্য অবস্থা পড়ে যায়। নববারাকপুর কলোনী গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীরা।

মাধ্যমিকে আজ বৃহস্পতিবার ছিল অংক পরীক্ষা। জীবনের প্রথম পরীক্ষার ষষ্ঠ দিনে অংক প্রশ্ন পত্র ভীষণ কঠিন হয়েছে। অনেকেই সঠিকভাবে পুরো উত্তর দিতে ও পারেনি। অঙ্কের গ্রাফ পেপার সঠিকভাবে দেওয়া হয় নি বলে দাবি পড়ুয়াদের। বাংলা ইংরেজি পর অংক পরীক্ষারর প্রশ্ন পত্র রীতিমতো ভীষণ কঠিন কমন নেই অনেকেই পুরো নম্বর উত্তর লিখতে ও পারেনি। পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। আবার কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আবার কেউ রাস্তায় লুটিয়ে পড়ে প্রশ্ন পত্র কঠিন হওয়ার জন্য পুরো উত্তর পত্র লিখতে না পারায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নিউ বারাকপুর মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে।পরীক্ষা কেন্দ্র থেকে একটু দূরে থানার সামনেই। রীতিমতো চিৎকার চেঁচামেচি থেকে শোরগোল পড়ুয়া থেকে অভিভাবক রাও। অভিভাবক রাও কান্নায় ভেঙে পড়ে। মেয়ের অংক পরীক্ষা ভাল না হওয়ায়। এক পরীক্ষার্থী রাস্তায় অঞ্জান অচৈতন্য অবস্থায় পড়ে যায়। তাকে ধরাধরি করে চোখে মুখে জল দিয়ে সুস্থ করে তোলেন পড়শি রা। বৃহস্পতিবার অংক পরীক্ষা শেষ হতেই রীতিমতো ধুন্ধুমার অবস্থা নিউ বারাকপুরে। কলোনী গার্লস হাইস্কুলের পরীক্ষার্থী ও অভিভাবক দের। চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শোরগোল। অংক পরীক্ষার প্রশ্ন পত্র খুব কঠিন দাবী তোলে শোরগোল পড়ে যায় এদিন।