অবতক খবর, নদীয়া : দিনের বেলায় কাগজ কুড়াতে আসে নদীয়া রানাঘাট থানার সিদ্ধান্ত পাড়ার বাসিন্দা মৃণাল কান্তি ঘোষের বাড়িতে। তখনই সমস্ত পরিকল্পনা ঠিক করে চোর।  সেইমতো রাত্রে মৃণাল কান্তি ঘোষ এর বাড়ির ছাদের গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে।এরপর আলমারি এবং লকার ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এরপরেই রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতে সন্দেহজনকভাবে পরের দিন ছোট্টু কুড়মি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবককে জিঞ্জাসাবাদ করতে নিজের দোষ স্বীকার করে নেয় । জিঞ্জাসাবাদ করে আরো  ২ জনকে উত্তর ২৪  পরগনা জগদ্দল থেকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত ৩ অভিযুক্তকে আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া জিনিসপত্র অভিযুক্তদের কাছ থেকে বেশ কয়েক ভরি সোনার গহনা, লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। গৃহকত্রী গীতা ঘোষ জানিয়েছেন, আমার দুটো সোনার চেন আংটি চুরি গিয়েছে, ছেলের সোনার গয়না চুরি হয়েছে। সঙ্গে ১ লক্ষ টাকাও চুরি হয়ে গিয়েছে। ঘটনায় ভীষণ আতঙ্কিত হয়ে রয়েছি। ‘