অবতক খবর,১১ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের চোপরা বিধানসভার গোবিন্দপুর হাই স্কুল মাঠে দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।এই ক্যাম্পের মাধ্যম থেকে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি কাজ তারা করতে পারছেন। লক্ষ্মীর ভান্ডার সহ স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী,যুবশ্রী, কৃষক বন্ধু,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,সহ একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ এখান থেকে পাচ্ছেন। এলাকাবাসীর থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজারুদ্দিন আজ এই ক্যাম্প পরিদর্শন করতে আসেন।
তিনি জানান, দুয়ারে সরকারের এই ক্যাম্প থেকে আজ চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে।