অবতক খবর , পাপাই , পূর্ব মেদিনীপুর :-  দশমী তে মহিষাদল রাজবাড়িতে চললো সিঁদুর খেলা।এবছর কৈলাস ছেড়ে মা দুর্গা পিতৃগৃহে এসেছিলেন দোলায় চড়ে। বিজয়া দশমীতে মহিষাদল রাজবাড়িতে চললো সিঁদুর খেলা , দেবীবরণ।

 

সিঁদুর খেলার পর মা বিদায় নেন গজে করে।শারীরিক দূরত্ববিধি বজায় রেখেই এবারের বিসর্জন পর্ব সারতে , কষ্টের মধ্যে পড়তে হয়েছে দুর্গো পুজোর উদ্যোক্তাদের।

তবুও আসছে বছর আবার এস মা এই আহবান জানিয়েই মাকে বিসর্জন দিয়েছে মহিষাদল রাজবাড়ির ভক্তরা ।পাঁচদিন উৎসব শেষে ব্যথিত মনে রাজবাড়ির ভক্তরা আজ বিদায় জানাচ্ছেন উমাকে। করোনা সুরের জন্য শোভাযাত্রা ছাড়াই চলে বিদায়পর্ব।