অবতক খবর , শিব শংকর ,বালুরঘাট :-   ভাঙল মিলনমেলা। দুর্গাপুজো তো নিছক পুজো নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে মিলনমেলা হয়ে ওঠে বাঙালির শ্রেষ্ঠ উৎসবটি।

 

সোমবার, বিজয়া দশমীতে পাঁচ দিনের দুর্গাপুজো শেষে আত্রেয়ী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বালুরঘাটে শেষ হলো এবারের করোনার আনলক৫ পর্বের নিউনর্মালের দুর্গোৎসব।এবছর কোভিডের কারণে উৎসবের কাটছাঁট হয়েছে।

যদিও আনন্দে কোনও ঘাটতি ছিল না। মাস্ক- স্যানিটাইজেশন এবার পুজোর অংগ হলেও বড়দের পাশাপাশি ছোটদের অংশগ্রহণও কোনও অংশে কম ছিল না।  এবছর কৈলাস ছেড়ে মা দুর্গা পিতৃগৃহে এসেছিলেন দোলায় চড়ে। বিজয়া দশমীতে দেবীবরণ ও সিঁদুর খেলার পর বিদায় নেন গজে করে।শারীরিক দূরত্ববিধি বজায় রেখেই এবারের বিসর্জন পর্ব সারতে কষ্টের মধ্যে পড়তে হয়েছে দুর্গো পুজোর উদ্যোক্তাদের।

 

তবুও আসছে বছর আবার এস মা এই আহবান জানিয়েই মাকে বিসর্জন দিয়েছে পুজো উদ্যোক্তারা।পাঁচদিন উৎসব শেষে ব্যথিত মনে ভক্তরা আজ বিদায় জানাচ্ছেন উমাকে। করোনাসুরের জন্য শোভাযাত্রা ছাড়াই চলে বিদায়পর্ব।

স্বভাবতই দেবী বিসর্জনের পর ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সকলেরই মনখারাপ।দশমী’ কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে বাঙালির আবেগ ও মনখারাপ মিশ্রিত একটি অনুভূতি। অপেক্ষায় থাকতে হবে আরও একটা বছর।