অবতক খবর,২০ এপ্রিল: ১৯ এপ্রিল কাঁচরাপাড়া ৮ নং ওয়ার্ডে তৃণমূলের একটি পার্টি অফিস উদ্বোধন হয়। উল্লেখ্য,এই ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাশীষ সিংহ রায় (রিঙ্কু)। এই পার্টি অফিসের উদ্বোধন করেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভার নতুন পৌরবোর্ডের সমস্ত কাউন্সিলররা এতে অংশগ্রহণ করেন। ‌৮ নং ওয়ার্ডে পুরাতন নতুন সমস্ত তৃণমূল কর্মীরাও উপস্থিত ছিলেন। দেখা যায় যে,এই অনুষ্ঠানে পুরানো সক্রিয় তৃণমূল কর্মীরা সেভাবে সমাদর পাননি এবং তাদের এক কোনায় নীরবে নিভৃতে বসে থাকতে দেখা যায়।‌

অন্যদিকে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যে, এই অনুষ্ঠানে যে জেলা তৃণমূল সম্পাদক শুভ্রাংশু রায় যে উপস্থিত থাকবেন সেটি আগে ঘোষণা করা হয়নি। বিধায়ক সুবোধ অধিকারী এবং অন্যান্য কাউন্সিলররা চলে যাবার পর হঠাৎ মাইকে ঘোষণা করা হয় যে,কেউ চলে যাবেন না। এখন উপস্থিত হবেন একজন জেলা নেতা। ঘোষক তখনও নামটি ঘোষণা করেননি। পরবর্তীতে দেখা যায় যে,জেলা নেতা তো বটেই জেলা সাধারণ সম্পাদক শুভ্রাংশু রায় এই অনুষ্ঠানে হাজির হলেন। তৃণমূল কর্মীদের মধ্যে এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে, কেন কাউন্সিলর রিঙ্কু সিংহরায় এই নামটি রহস্য করে রাখলেন, কেন প্রকাশ করলেন না আগে ভাগেই। এই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। অনেক তৃণমূল কর্মীরা মনে করছেন যে আসলে এখানেও এই তৃণমূল দলের মধ্যে প্রচ্ছন্নভাবে একটা গোষ্ঠীবাজি চলছে। রিঙ্কু সিংহরায় শুভ্রাংশুপন্থী হতে পারেন,সেই কারণেই তিনি সুবোধ অধিকারী চলে যাওয়ার পর এই নামটি ঘোষণা করেন এবং তাঁকে স্বাগত জানান। এই নিয়ে কাঁচরাপাড়ার তৃণমূল কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।