অবতক খবর,২১ এপ্রিল: দক্ষিণ দমদম পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের মৌচাক মোড় শান্তিনিকেতন এপারমেন্ট ট্রান্সফরমারে বীভৎস আগুন ধরে এবং আগুনের ফুলকি বেরতে দেখা যায় এলাকাবাসী আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকে এমন অবস্থায় এলাকার দুজন ব্যক্তি বালি চাপা দিয়ে কোনরকমে আগুন নেভানোর চেষ্টা করে।

ঘটনাস্থলে দমদম থানার পুলিশ এবং দমদম ফায়ার ব্রিগেডের আধিকারিকরা ছুটে আসেন ততক্ষণে আগুন আয়ত্তে এসে যায় কিন্তু সিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ উপরে উগ্র দেয় প্রায় এলাকার প্রায় অধিকাংশ মানুষ বেরিয়ে এসে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ সিএসসি দিনের পর দিন কানেকশন বাড়িয়ে যাচ্ছে এবং বেপরোয়া মানুষের ঘাড়ে বিল চাপিয়ে দেওয়া সেই তুলনায় উন্নত প্রযুক্তির কোন রকমের যন্ত্রাংশ ব্যবহার করছে না এবং বিপদের সময় ডাকলে তাদেরকে পাওয়া যায় না।

কিন্তু দেখা যাচ্ছে পুলিশের ভূমিকায় সাধারণ মানুষের অভিযোগ তারা কোনো রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি এলাকাবাসীকে বর্তমান যেভাবে গরম দিনের বেলা বাড়ছে রাতের বেলায় সারারাত বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী নাজেহাল।