অবতক খবর,১৯ আগস্ট: প্রতিবেশীর সঙ্গে বিবাদের মীমাংসা করতে থানায় ডেকে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। মারধরের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সম্রাট পাল নামে যুবক। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। মারধরের অভিযোগ রামপুরহাট থানার এক পুলিশ আধিকারিক এ এস আই ভাস্কর মন্ডলের বিরুদ্ধে।
যুবকের পরিবারের অভিযোগ, প্রতিবেশীর সঙ্গে বিধবাদের মীমাংসা করে দেওয়ার জন্য সম্রাট পালকে বুধবার সন্ধ্যায় রামপুরহাট থানায় ডাকা হয়েছিল। থানা চত্বরে থাকা উকিলের কাছে মীমাংসাপত্র লেখার সময় ভাষ্কর মন্ডল নামে ওই পুলিশ আধিকারিক সম্রাট পালকে টেনে থানার মধ্যে নিয়ে যান । এরপর তাকে বেধড়ক লাথি,চড় ও ঘুঁষি মারেন ওই আধিকারিক। মারধরে থানার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সম্রাট পাল।

অভিযোগ, অসুস্থ হয়ে পড়লে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়।এরপর তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন তার বাবা সুবোধ পাল।