চলমান ক্যামেরা
তমাল সাহা

নিরীহ মানুষগুলিকে সার দিয়ে বসিয়ে দেওয়া হলো
তাদের মস্তক-মুণ্ডন করানো হলো
নিরীহ মানুষগুলিকে বেত্রাঘাত করে তাড়িয়ে নিয়ে যাওয়া হলো
অনবরত মেশিনগানের গুলি চলছে
একটি নারীকে গুলি করে মারা হলো
নারীটি গড়িয়ে পড়লো ফুটপাতে
মেয়েরা ঘরবন্দি থাকবে
ওরা শুধু উৎপাদন যন্ত্রের কাজ করবে

সবাই প্রকাশ্যে দেখছে এসব।

এবার একজন বলে উঠল
সারা বিশ্বে একশো পঁচানব্বইটিরও দেশ আছে।
সব দেশই হারামির বাচ্চা, নিশ্চুপ।
তারপর আরো জোরে চিৎকার করে বলে উঠলো,
রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে কামান দাগো।
তার আগে দলাদলা থুতু ছুঁড়ে দাও মহাসচিবের মুখে….

ক্রুদ্ধ মানুষটি কি ভীষণ অন্যায় করলো?

মানুষ ভীত সন্ত্রস্ত লাঞ্ছিত—
বিশ্ব আলোকচিত্র দিবসে এই চিত্রটি ফুটে উঠলো আজ।