অবতক খবর,১লা মে: গোটা বিশ্ব জুড়ে যখন কোভিড-১৯ এর আতঙ্কে জর্জরিত মানব জাতি। সেইসময় দুঃস্থ, অসহায়,সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং দিন আনা দিন খাওয়া মানুষের এই লকডাউনে খাদ্য সংকট চরমে। বিভিন্ন মানুষ, বিভিন্ন সংগঠন বিভিন্ন উপায়ে তাদের সাহায্য করে চলেছেন প্রতিদিন। ঠিক সেই রকমই হালিশহরের এই সকল মানুষদের জন্য প্রতিদিন কিছু না কিছু করে চলেছেন তৃণমূল নেতা সুবোধ অধিকারী এবং কমল অধিকারী। আর আজ সুবোধ অধিকারীর নির্দেশে এবং কমল অধিকারীর তত্ত্বাবধানে হালিশহর নবদিগন্ত-এ প্রায় ১০০ জন মানুষের হাতেতুলে দেওয়া হল খাদ্য সামগ্রী। এ প্রসঙ্গে সুবোধ অধিকারী বলেন,”এই খাদ্য সামগ্রী পেয়ে অনেকটাই উপকার হলো এই মানুষগুলির। আর এই দুঃসময়ে আমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আর যতদিন পারবো এই ভাবেই মানুষের সেবা করে যাব। আমি সবসময় চেষ্টা করব সাধারণ মানুষের সব রকম সমস্যায় পাশে থাকার।”