অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়া মানুষদের তিন মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবিতে আন্দোলনে নামে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বুধবার মোহনবাটি এলাকার বিদ্যুৎ দপ্তরে এই দাবিতে বিক্ষোভ দেখান জেলা বিজেপি নেতা-নেতৃত্ব। বিদ্যুৎ বিল মুকুবের দাবির পাশাপাশি একদেশ এক বিদ্যুৎ মাশুলের দাবিও তোলা হয় বিজেপির পক্ষ থেকে। অবিলম্বে বিদ্যুৎ বিল মুকুব না করা হলে জেলা অবরুদ্ধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপির উত্তর দিনাজুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এক দেশ এক বিদ্যুৎ মাশুল ও লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়া মানুষদের তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে আমরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছি। অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে বিদ্যুতের মাশুল বেশি নেওয়া হয়। তাই দেশের অন্যান্য রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ মাশুল নির্ধারিত করার দাবি জানিয়েছি আমরা। এই দাবি অবিলম্বে মানা না হলে জেলা জুড়ে তীব্র আন্দোলনে নামবে বিজেপি। জেলা অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিশ্বজিৎ লাহিড়ী।