রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::   গত পরশুদিন আমফান পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করতে আসেন বাম কংগ্রেস প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্ব ছিলেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তারা গ্রামীন হাওড়ার উলুবেড়িয়া ব্লক পরিদর্শন করেন। সাধারণ মানুষের সাথে কথা বলেন। সেই পরিদর্শন কে কেন্দ্র করে ওই ব্লকের বিভিন্ন জায়গাতে দলীয় পতাকা লাগায় বাম কর্মীরা।

গতকাল রাতে উলুবেড়িয়ার কালীনগর এলাকায় বাম সর্মথকদের পতাকা ছিঁড়ে দিয়ে তৃণমূলের পতাকা টাঙানো হয় বলে অভিযোগ বাম কর্মীদের। তারা আরো অভিযোগ করেন যারা ওই দিনে গেছিলেন তাদের বাড়ি গিয়ে চড়াও হয় তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী।

অভিযোগ ওই বামকর্মীদের বাড়ির লোকেদের মারধর ও শাসানো হয়। এরপরে উলুবেড়িয়া থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এখনো অব্দি পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নি বলেই জানিয়েছেন এলাকাবাসীরা।