অবতক খবর,৯ মার্চঃ বকেয়া ডিএ-র দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠন গুলি ঐক্যবদ্ধ ভাবে ‘সংগ্রামী যৌথ মঞ্চের’ তরফে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে। তাতে শামিল হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। এবার তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে বনধের বিরোধিতা করে মিছিল করা হলো চোপড়ায়। ডিএ’ র দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা সরকারি কর্মচারীদের ধর্মঘটের বিরোধিতায় ধিক্কার মিছিল করে রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চোপড়া ব্লক কমিটি। বৃহস্পতিবার সদর চোপড়ায় তৃণমূলের ব্লক দলীয় কার্যালয় থেকে মিছিল করে ধর্মঘট ব্যর্থ করার আবেদন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চোপড়া ব্লক কমিটি। সংগঠনের পক্ষে সোমনাথ সিংহ জানান, দাবি আদায়ের জন্য বিচারাধীন বিষয় নিয়ে অনৈতিক ভাবে ধর্মঘট করে পড়ুয়াদের স্বার্থ বিঘ্নিত করা চলবে না।

তাই ১০ তারিখ বনধকে ব্যর্থ করে স্কুল চালু রাখুন। ১০ই মার্চ যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘটে সাড়া না দিয়ে শিক্ষক কর্মচারীদের কাজে যোগ দানের আবেদন রাখেন। এছাড়াও আগামীকাল ব্লক প্রশাসন এবং শিক্ষা দপ্তরকেও আগামী কালের বনধ ব্যর্থ করতে শিক্ষক ও কর্মচারীদের কাজে যোগদান দিচ্ছে কি না তার খোঁজ খবর নেওয়ার আহ্বান জানান।