অবতক খবর,৯ মার্চঃ তৃনমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা রয়েছে মাটিকুন্ডা বাজার এলাকায়।বন্ধ দোকানপাট। এলাকায় পুলিশী পিকেট বসানো হয়েছে। স্থানীয় ব্যাবসায়ীদের অভিযোগ মুন্ডাকুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান মেহেবুব আলমের শাস্তি না হওয়া পর্যন্ত তারা দোকানপাট খুলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা -১ গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাহানায়াজ আলমের সঙ্গে পুরোনো শত্রুতার জেরে গ্রাম পঞ্চায়েত প্রধান মধ্যে সংঘর্ষ বাধে। গ্রাম পঞ্চায়েত প্রধান মেহেবুব আলমের লোকজন সাহানায়াজ আলমের বাড়িতে চাড়াও হন। সাহানায়াজে ভাই সাকিব আক্তার সিভিক ভলেন্টিয়ার।রাতে ডিউটি সেরে বাড়িতে খেতে বসেছিল। সেই সময় আচমকাই তাদের বাড়ি লক্ষ করে এলোপাথারি বোমা,গুলি ছুড়তে থাকে। প্রান বাঁচাতে তারা ছাদে ওঠার সময় বোমা সাকিবের মাথায় লাগে। বোমার ও গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সাকিব। রক্তাক্ত অবস্থস্য সাকিবকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।এই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ অভিযুক্ত মেহেবুব আলম সহ দুইজনকে আটক করে।মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে শুরু হয়েছে অঞ্চল সভাপতি সাহানায়াজ আলমের অনুগামীদের বিক্ষোভ, থানা ঘেরাও এবং জাতীয় সড়ক অবরোধ। গ্রাম প্রধানের অত্যাচারে অতিষ্ঠ সাধারন মানুষ। স্থানীয় ব্যাবসায়ী প্রধানের শাস্তির দাবি লাগাতর ব্যাবসা বন্ধের ডাক দিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।