অবতক খবর,১৯ জানুয়ারিঃ বৃহস্পতিবার বিকেলে ডালখোলা থানার পাতনোর হাটখোলা এলাকায় খড়ি কুড়াতে গিয়ে বোমা ফেটে জখম তিন শিশু। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখম শিশুদের উদ্ধার করে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জখমদের অবস্থার অবনতি হলে তাদেরকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবি রিসি (১২), বিকাশ রিসি(৮), ও শোনু রিসি (৭) জখম হয়।

রানিগঞ্জ গ্রামপঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বাঁশের ঝার আছে। সেখানে অন্যন্য গাছও আছে। পাতনোর হাটখোলা এলাকায় তিনজন শিশু বাঁশঝাড়ে খড়ি কুড়াচ্ছিল।

হঠাৎ একটি বিকট শব্দে পঞ্চায়েত অফিসে থাকা প্রধান সহ অন্যন্য কর্মীরা আতকে ওঠে। সঙ্গে সঙ্গে দু চারজন দৈড়ে গিয়ে দেখতে পায় তিনজন শিশু জখম অবস্থায় মাটিতে পড়ে আছে। বোমা ফেটে জখমের খবর চাউর হলেও প্রাথমিক তদন্তে পুলিস বোমা ফাটার কোনও হদিস পায় নি।।ইসলামপুর পুলিস জেলার সুপার বিশপ সরকার জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিস ঘটনা স্থলে পৌছেছে। কিন্তু বোম ফাটার মতন কিছু সামগ্রী ওই স্থান থেকে পাওয়া যায় নি। তদন্ত করে দেখা হচ্ছে।