অবতক খবর,৮ ফেব্রুয়ারি: ডানলপ নর্দান পার্ক থেকে ধরা পরল বাংলাদেশের জঙ্গি নূরনবী ওরফে তমাল চৌধুরী । বাংলাদেশের গোয়েন্দা দপ্তর থেকে ইন্টারপোলে খবর আসে এই জঙ্গী নূরনবী ডানলপ এলাকায় নর্দান পার্কে একটি আবাসনে একটি মহিলাকে নিয়ে থাকছেন । কলকাতা গোয়েন্দা অফিসার ও বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানলপের এই আবাসনে হানা দেয় এবং হাতেনাতে গ্রেপ্তার করে এই জঙ্গিকে ।

বাংলাদেশের বিভিন্ন থানায় এর নামে পঁচিশটি নাশকতামূলক অভিযোগ রয়েছে । এই ঘটনা এলাকায় জানাজানি হতে আবাসনের বাসিন্দা থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে । আজও এলাকার আবাসনে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডির প্রতিনিধিদল ও বরানগর থানার পুলিশ আসে । ধৃত জঙ্গী নূরনবী ওরফে তমাল চৌধুরীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা দপ্তরের অফিসারেরা । এর সাথে অন্য কোন জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে । জাল নথি তৈরি করে এই আবাসনে কিভাবে এতদিন সে বসবাস করলেও এই নিয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।