অবতক খবর,২৭ মে: ঠিক কি কারণে বন্ধ করা হয়েছিল মেট্রো পরিষেবা? কতক্ষণে স্বাভাবিক হয়েছিল এই পরিষেবা?

জানা যায়, রেমালের রেশে ভারী বৃষ্টিপাতের কারণে জল জমে যায়। তার জেরেই বন্ধ করা হয়েছিল গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ মেট্রো পরিষেবা।

সকাল ৭টা ৫১মিনিট থেকে ব্যাহত মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম দিনেই বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা।
ঘূর্ণিঝড় রেমালের কারণে রাতভর বৃষ্টির জল ঢুকে পড়ায় পার্ক স্টিটে,
পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় কলকাতার মেট্রো পরিষেবা।
ঠিক, ৪ঘণ্টা ১৪, মিনিট পর চালু করা হয় পরিষেবা।

স্থানীয় সূত্রের খবর,বেলা ১২টা ৫মিনিট নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলা চল শুরু হয়।