অবতক খবর,২৯ এপ্রিলঃ ডাক্তারের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বাগদা গ্রামীণ হাসপাতালে, ব্লক স্বাস্থ্য আধিকারিরের কাছে অভিযোগ দায়ের।

উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে শনিবার সকালে হরিহরপুরের বাসিন্দা স্মৃতি বিশ্বাসকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে তার প্রতিবেশীরা । পরিবারের অভিযোগ অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরে জরুরী বিভাগে ছিল না ডাক্তার, দীর্ঘ কুড়ি পঁচিশ মিনিট ডাক্তার আসেনি। নার্স এসে দেখলেও ডাক্তার অনেক দেরিতে আসার কারণে রোগীর মৃত্যু হয়েছে । কর্তব্যরত ডাক্তার দেরিতে আসার কারণেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর দাবি পরিবারের। পরিবারের পক্ষ থেকে বিএমওএইস এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত স্মৃতি বিশ্বাসের ভাই শ্রীবাস বিশ্বাসের দাবি আমার বোনকে অসুস্থ অবস্থায় বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলো, ডাক্তাররা দীর্ঘক্ষণ না দেখার কারণেই তার মৃত্যু হয়েছে আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

অভিযোগে পেয়ে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনাক তদন্ত শুরু হয়েছে।

যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকের কোন বক্তব্য পাওয়া যায়নি ।