অবতক খবর,২০ মার্চঃ টুকলিতে বাধা দেওয়ায় পরীক্ষা শেষে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। ঘটনাটি মালদা রতুয়া হাই মাদ্রাসা স্কুলের ঘটনা। শুধু তাই নয় পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাস্তায় চিরকুট ফেলে বিক্ষোভ দেখাতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। পরীক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে সাত থেকে আট জন শিক্ষক গার্ড দিচ্ছে। বাথরুম করার সময় পর্যন্ত দিচ্ছে না। আর তারই প্রতিবাদে পরীক্ষা শেষে রাস্তায় চিরকুট ছড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা।