অবতক খবর,২০ মার্চঃ চাকরি দেওয়ার নাম করে ৯ লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগ পত্র দেয়ার অভিযোগ সিপিআইএম এর যুব নেতার বিরুদ্ধে । ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত প্রতারকের নামে ৷ ওই যুব নেতার নাম সজল ভদ্র ৷ তিনি সিপিএম এর যুব সংগঠনের বাগদা লোকাল কমিটির সদস্য ৷শনিবার তার বিরুদ্ধে বাগদা থানায় রামনগর এলাকার বাসিন্দা তন্ময় বিশ্বাস নামে এক যুবক লিখিত অভিযোগ জানিয়েছেন ৷খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে মাস খানেক আগে তাঁর কাছ থেকে ৯ লক্ষ টাকা নেয় ৷এবং খাদ্য দপ্তরের একটি নিয়োগ পত্র পোস্ট মারফত তার বাড়িতে আসে ৷খোঁজখবর নিয়ে সে জানা যায় নিয়োগ পত্রটি ভুয়ো । এরপর তন্ময় বিষয়টি সজল ভদ্র কে জানায় এবং টাকা ফেরত চায় । কিন্তু বেশ কয়েকবার বলার পর সজল ভদ্র টাকা ফেরত দিতে চাইনি ৷

এরপর তন্ময় বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ।সমস্ত অভিযোগ অস্বীকার করে সজল বলেন ” দিন কয়েক আগে তাঁকে অপহরন করে টাকা আদায় করা হয়েছিল ৷ অভিযোগ জানিয়েছিলাম ৷ সে কারনে আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷প্রসঙ্গত দিনভর তাকে ওই যুবনেতা সজল ভদ্র অপহরণ করা করেছিল বলে দাবি করে গোপালনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল ৷যদিও

এ প্রসঙ্গে বাগদা পচায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন “অনেকের সঙ্গে প্রতারণা করেছে ৷ চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে ৷