অবতক খবর,২৩ সেপ্টেম্বর: কথায় বলে “কারো পৌষ মাস,কারো সর্বনাশ” টানা বর্ষণে রাজ‍্যের বিভিন্ন জায়গায় বন‍্যা পরিস্থিতি হয়েছে। বারাসাত ব্লক ২ কে মাছের দেশ বলা হয় আর সে মাছের দেশে একদিকে হাহাকার অন‍্যদিকে “মৎস ধরিয়া খাইব সুখে”। রাতভোর জাল ফেলে মাছ ধরা চলছে মহাআনন্দে। শুধু স্থানীয়রা নয় দূরদূরান্ত থেকে লোকজন গাড়ি করে চলে আসছে মাছ ধরছে। কয়েক শো লোক মাছ ধরার ফলে রাজারহাট আমিনপুর সড়কে রীতিমতো যানজট হয়ে পড়ছে। ৫০ থেকে ১০০ টাকা কেজি মাছ বিক্রি হচ্ছে দেদার। আর তা কেনার জন‍্য পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ছে।