অবতক খবর,১৪ মেঃ আজ বিকেলের ঝড়ে কার্যত লন্ডভন্ড চারিদিক। একদিকে গ্ৰীষ্মের প্রখর দাবদাহ থেকে মানুষ যেমন একটু রেহাই পেয়েছে,ঠিক অপরদিকে শহরের চারিদিকে বিভিন্ন গাছ ভেঙে পড়ে জনজীবন বিপর্যস্ত। হালিশহর এবং হাজিনগরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। হালিশহর থানার সামনে গাছ ভেঙে পড়ে মেইন রাস্তা বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং গাছ কেটে সরিয়ে দেওয়া যায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে শহরের অন্যান্য জায়গায়ও দ্রুত গতিতে ভেঙে পড়া গাছগুলো সরিয়ে দেওয়ার কাজ চলছে পৌর কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ।