অবতক খবর, সংবাদদাতা , মালদা :: মালদা জেলা পরিষদ ফের দখল তৃণমূলের। এমনই দাবি মালদা জেলা তৃনমূলের। কদিন আগেই মালদা জেলার তৃণমূলের একঝাঁক নেতা কর্মী সহ মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল এবং ১৫ জন সদস্য বিজেপিতে যোগদান করেন। এরপরেই হৈচৈ পড়ে যায়। স্বাভাবিক ভাবেই মালদা জেলা পরিষদ বিজেপির দখলে চলে যায়। আজ মালদা তৃণমূল কার্যালয়ে জেলাপরিষদের ২০ জন সদস্যকে সামনে এনে তৃণমূলের দাবি, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল না থাকলেও জেলা পরিষদের দখল এখন তাদেরই।

জেলা সভানেত্রী মৌসম নূর জানান,ম্যাজিক ফিগার ১৯। সেখানে ২০ জন সদস্য এখন আমাদের সঙ্গে। অনেক টাকার প্রলোভন দিয়ে তাদের বিজেপিতে নেওয়ার চেষ্টা চলে।এমনকি তাদের জাল সই করে দেখানো হয় যে তারা বিজেপিতে যোগদান করেছেন। এখন তারাই এসে আমাদের কাছে ঘোষণা করেছেন তারা যেমন তৃণমূলে ছিলেন তেমনই আছেন।