অবতক খবর,১ আগস্ট,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃআজ ১লা আগস্ট জাতীয় মৌখিক স্বাস্থ্যবিধি দিবস।

এই জাতীয় মৌলিক স্বাস্থ্য বিধি দিবস উপলক্ষে

মন্তেশ্বর ডাক্তার গৌরমোহন রায় কলেজের মিটিং হলে মঙ্গলবার দুপুরে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় মন্তেশ্বর কলেজের পক্ষ থেকে দাঁত নিয়ে একটি সচেতনতার শিবির অনুষ্ঠিত হয়।

এই শিবিরে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের দন্ত চিকিৎসক শান্তনু পাল, জানান দাঁতকে ভালো রাখতে গেলে প্রতিদিন দুইবেলা সঠিকভাবে দাঁত মাজার কথা, ফাস্টফুড ও মিষ্টি খাবার এড়িয়ে চলা , সহ খাবার খাওয়ার পর ভালোভাবে মুখ ধোয়ার পরামর্শ সহ আরও কি কি করনিয় তাহা তুলে ধরেন দন্ত চিকিৎসক।দাঁতের অসুবিধায় পড়লে স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। দাঁতের এই সচেতনতার শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই, কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের দন্ত চিকিৎসক শান্তনু পাল সহ আরও অনেকে।