অবতক খবর , নদীয়া :     দীর্ঘ লকডাউনে গৃহবন্দী থাকতে হয়নি চাষীদের, কিন্তু বিভিন্ন সবজির বাজার, পাইকারি হাট, এবং গন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ফসলের উপযুক্ত মূল্য পায়নি তারা।

আম্ফান ঝড়ে কলাবাগান ধান ক্ষেত ভুট্টার জমি সবকিছু হয়েছে তছনছ। বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গেছে গঙ্গা ভাঙ্গনে। পাট পচানোর জন্য উপযুক্ত বৃষ্টি হওয়ায় খানাখন্দ জলে ভর্তি তাই আশায় বুক বেধেছেন কৃষকরা।